বেলঘরিয়া কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার, তবে বিরোধীদের দাবি, শাহজাহান, জেসিবি, জয়ন্তরা তৃণমূলের ভরসা
শেষমেশ আড়িয়াদহ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জয়ন্ত সিং। এই নিয়ে আড়িয়াদহে গণপিটুনিকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৯। গোপন সূত্রে খবর পেয়ে ডানলপ ISI-এর কাছ থেকে মূল অভিযুক্ত জয়ন্তকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। পরিবারের লোকের তাঁকে সেখানে টাকা দিতে যাওয়ার কথা ছিল। আগে থেকেই সেখানে ওঁত পেতেছিল পুলিশ।আড়িয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনার চার দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। গোপন সূত্রে খবর পেয়ে জয়ন্তকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। ধৃতকে গ্রেফতারের পর থেকে চলছে দফায় দফায় জেরা। এদিকে, জয়ন্তর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের বলেন, হাত-পা বাঁধা পুলিশ সীমিত ক্ষমতায় গ্রেফতার করেছে। বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, এটা আসলে গ্রেফতার করা হয়েছে বলে দেখানো হলো। শাহজাহান-জয়ন্তরা তৃণমূলের ভরসা। জয়ন্তদের মাথায় নেতাদের প্রশ্রয়ের হাত রয়েছে, এমনই অভিযোগ কংগ্রেসের।কামারহাটির তৃণমূল বিধায়কের সঙ্গে জয়ন্তের ছবি। মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্রের সঙ্গে বিয়েবাড়িতে জয়ন্ত সিংয়ের ছবি। অস্ত্র নিয়ে অভিযুক্তের ছবি। এইসব ছবি ভাইরাল হওয়ায় তাঁকে প্রশ্রয় দেওয়া নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সোচ্চার হয় বিরোধীরা। যদিও জনপ্রতিনিধদের সঙ্গে ছবি থাকতে পারে বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।